অনলাইন ডেস্ক :
ভারত থেকে জ্বালানি তেল কেনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে।
রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের মাধ্যমে তৃতীয় কোনো দেশের তেল কেনার কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই।’ তিনি আরও বলেন, আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তবে রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারি। ভারতের উত্তর-পূর্ব দিক থেকে পার্বতীপুর দিয়ে একটি পাইপলাইন করা হয়েছে। জ্বালানি ক্ষেত্রে অনেক সহযোগিতা হতে পারে। আলোচনার পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।