অনলাইন ডেস্ক :
পার্শ্ববর্তী দেশে বিভিন্ন মার্কেট, সুপারশপ ও বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারী পাচার করত একটি চক্র। পাচারের পর তরুণীদের নগদ অর্থের বিনিময়ে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত করাত। রাজধানীর রূপনগর এলাকা থেকে একজন ভিক্টিম তরুণী উদ্ধারসহ মানবপাচারকারী নারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- মোছা. রাশেদা বেগম (৫৩) ও মোছা. মাহমুদা আক্তার মিম (২৪)।