ভারতে চুরি হওয়া মূর্তি ৫০ বছর পর পাওয়া গেলো যুক্তরাষ্ট্রে

ভারতে চুরি হওয়া মূর্তি ৫০ বছর পর পাওয়া গেলো যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক :

৫০ বছর আগে ভারতের তামিলনাড়ুর নাদানপুরেশ্বর শিবমন্দির থেকে নিখোঁজ হওয়া দেবী পার্বতীর একটি মূর্তি যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে।

সোমবার (৮ আগস্ট) তামিলনাড়ুর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রত্নতাত্ত্বিক প্রতিমা শাখা এ কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ১২ শতকের হিন্দু দেবী পার্বতীর এই মূর্তি বনহ্যামস অকশন হাউজে পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ১৯৭১ সালে তামিলনাড়ুর একটি মন্দির থেকে চুরি হয় পার্বতী মূর্তি। ২০১৯ সালে অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। এটির উচ্চতা ৫২ সেন্টিমিটার। ওই সময় মন্দির থেকে চুরি হওয়া পাঁচটির মূর্তি একটি ছিল তা। পুলিশ জানিয়েছে, মূর্তিটির মূল্য ২ লাখ ১২ হাজার ডলার। তামিলনাড়ু পুলিশের মূর্তি শাখা এটিকে ফিরিয়ে আনার কাগজপত্র প্রস্তুত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *