ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিআরডিবির ফসলি ঋণ বিতরণ

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিআরডিবির ফসলি ঋণ বিতরণ

অনলাইন ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে ফসলি ঋণ বিতরণ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পাবনার ভাঙ্গণড়ায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার ৩৯জন কৃষকের মাঝে এ ফসলী ঋণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বোরো ধান আবাদের জন্য প্রত্যেক কৃষক ২৫ থেকে ৩১ হাজার টাকার ঋণ লাভ করেন। ভাঙ্গুড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ ওই ঋণের নগদ অর্থ কৃষকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম বাবলু ও মন্ডতোষ ইউনিয়নের মেন্দা পুর্বপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো. ইসরাইল হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকাকে বলেন, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের পুরান মেন্দা পুর্বপাড়া সমবায় সমিতির ৩৯জন সফল কৃষককে সরল সূদে মোট ১০ লাখ ৪৭ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। এই ঋণের মাধ্যমে কৃষকরা তাদের জমিতে ফসল ফলাতে ব্যাপক সহায়ক হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *