সাহিত্য ডেস্ক :
গাজীপুরের নুহাশ পল্লীতে ভক্তদের বিনম্র শ্রদ্ধা ও রক্তিম ভালবাসায় পালিত হয়েছে দেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী। সোমবার (১৯ জুলাই) সকাল থেকেই প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে নুহাশপল্লীতে উপস্থিত হতে থাকেন ভক্তরা। এ সময় এক আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, এবারের করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতি থাকায় লেখকের পরিবারের সদস্যররা স্ব শরীরে উপস্থিত হতে পারেননি। এ ব্যাপারে গাজীপুর জেলার হিমু পরিবারের সদস্য লিংকন ইসলাম জানান, স্যারের মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন করার ইচ্ছে থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।