অনলাইন ডেস্ক :
দেশের ব্যাংকগুলোতে দিন দিন বাড়ছে কোটিপতি আমানতকারীর সংখ্যা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যাংগুলোতে এক কোটি টাকার বেশি আমানত এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৪৫৭টিতে।
তিন মাস আগে ছিল এক লাখ ৩ হাজার ৫৯৭টি। এ বছরের শুরুতে ২০২১ সালের ডিসেম্বরে প্রান্তিকে এর সংখ্যা এক লাখ হাজার ৯৭৬টিতে। আর এক বছর আগে ২০২১ সালের জুনে কোটি টাকার বেশি হিসাবের সংখ্যা ৯৯ হাজার ৯১৮টি। সেই হিসাব এক বছরের ব্যবধানে কোটি টাকার হিসাব বেড়েছে ৯ হাজার ৫৩৯টি, ছয় মাসে বেড়েছে ৬ হাকার ৪৮১টি ও তিন মাসে বেড়েছে ৪ হাজার ৮৬০টি। কেন্দ্রীয় ব্যাংকের ২০২২ সালের জুন ভিত্তিক হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।