বিশ্ব হাসি দিবস আজ

বিশ্ব হাসি দিবস আজ

‘হাসতে নাকি জানে না কেউ/কে বলেছে ভাই?/এই শোন না কত হাসির/খবর বলে যাই।’ রোকনুজ্জামান খান দাদাভাইয়ের লেখা এই ‘হাসি’ কবিতাটি বেশিরভাগেরই হয়তো পড়া হয়েছে ছোটবেলায়। হাসি নিয়ে এমন অনেক কবিতাই লেখা হয়েছে। তবে হাসি নিয়ে যে দিবস আছে, এ কথাটি এখনও অনেকেই জানেন না। বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ দিবস পালিত হয়। হাসি দিবসও তেমন। ১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালন করা হয় হাসি দিবস। এ বছর বাংলাদেশেও দিবসটি পালিত হবে। আজ বিশ্ব হাসি দিবস। ১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটি চোখ ও একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা ‘স্মাইলি’ হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *