অনলাইন ডেস্ক :
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, মুক্তমত ও মুক্ত সংস্কৃতির চর্চা না হলে দেশের গণতন্ত্র সুসংহত হয় না। বিশ্ববিদ্যালয়ে হিন্দি, ইংরেজি গান কিংবা হিন্দি সিরিয়ালের চর্চা যে না হয়, আমাদের আবহমান সংস্কৃতির অবাধ চর্চা রাখতে হবে।বৃহস্পতিবার চবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।এসময় মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করতে গিয়ে অনেক হামলার শিকার হয়েছি। গ্রেনেড হামলার দাগ যেমন এখনো শুকায়নি তেমনি এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হামলার দাগ এখনো আমার শরীরে আছে।