অনলাইন ডেস্ক :
প্রায় ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম করছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা। ইতিমধ্যে এ জুটির বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন উঠেছে। এ বছরের শুরুতে অঙ্কুশ বলেছিলেন—‘আগামী ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে, শুধু বিয়ের দিনটি চূড়ান্ত করার অপেক্ষা আছি।’
গত ৬ আগস্ট অঙ্কুশ নিজেই বিয়ের খবর চাউর করে দেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে যাচ্ছে। স্বপ্ন সত্যি হয়ে এলো।’ এ পোস্টের পর শুভেচ্ছায় ভাসতে থাকেন অঙ্কুশ। টলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানান। এমনকি ঐন্দ্রিলা নিজেও মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মাত্র ১১ দিনের মাথায় বিয়ের গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিলেন অঙ্কুশ। গত ৬ আগস্ট অঙ্কুশ যে পোস্ট দিয়ে বিয়ের খবর উসকে দিয়েছিলেন তা মূলত বিয়েকে কেন্দ্র করে নয়। বরং অঙ্কুশ তার স্বপ্নের বিএমডাব্লিউ গাড়ি কেনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর সে কথাই মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে জানিয়েছেন এই অভিনেতা। নতুন গাড়ির সঙ্গে তোলা ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন—‘অবশেষে সে এসেছে। আমাদের বাড়িতে তোমায় স্বাগত সুন্দরী! যে সব শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন আমি বিয়ে করছি, তাদেরকে জানিয়ে রাখি—সেটিও খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। সবাইকে খুব ভালোবাসি।’