বিনোদন ডেস্ক :
বলিউডে এখন যে জুটি চর্চার কেন্দ্রে রয়েছেন তারা হলেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ২০১৯ সালে কারিনা কাপুরের আত্মীয় আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে দুজনের একসঙ্গে নাচই জল্পনার সূত্রপাত ঘটিয়েছিল। তারপর থেকে বেশ কয়েকবার একসঙ্গে পাপারাৎজির ক্যামেরা বন্দি হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। সদ্য দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘শেরশাহ’ ছবিতে। জুটির অফস্ক্রিন রসায়ন ছাপ ফেলেছে অনস্ক্রিনেও। ফলস্বরূপ, সুপার ডুপার হিট ‘শেরশাহ’। ছবির গানে সিদ্ধার্থ-কিয়ারার মিষ্টি রোমান্স নিয়ে এখনো মজে অনুরাগীরা। শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়ের করতে চলেছেন তারা।সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ মালহোত্রাকে। এই অভিনেতা বলেন, আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। আমি জানি না। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো।