অনলাইন ডেস্ক :
ইতোমধ্যেই শুরু হয়েছে এশিয়া কাপের প্রথম ম্যাচটি। টস জিতে বোলিং নেন আফগান কাপ্তান মোহাম্মদ নবী। তবে ম্যাচে নাবিন উল হকের বলে পাথুম নিশানকা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
শনিবার (২৭ আগস্ট) দুবাইতে এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে গিয়ে ৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দল কিছুক্ষণ পরেই পরিণত হয়ে ৫ রানে ৩ উইকেটে। নাবিনের বলে খানিকটা এগিয়ে এসে মারতে গিয়েছিলেন নিশানকা। তার ব্যাটে বলে না মেলায় বল ধরে উল্লাস করতে থাকেন আফগান কিপার রাহমানুল্লাহ গুরবাজ। মাঠের আম্পায়ার আউট দিলে রিভিউ নেন নিশানকা। আল্ট্রা এজ প্রযুক্তিতে বল-ব্যাটের কাছাকাছি সময়টাতে উল্লেখযোগ্য স্পাইক দেখা যায়নি। কিন্তু টিভি আম্পায়ার জয়রাম মদনগোপাল দুই-তিনবার দেখেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। অথচ তার নিকট স্টাম্প মাইকে আরও সাউন্ড শোনার সুযোগ ছিল। কিন্তু কট বিহাইন্ডের ক্ষেত্রে আল্ট্রা এজকেই বেশি গুরুত্ব দেয়া হয়। এই সিদ্ধান্তে অবাক হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান নিশানকা। ডাগআউট থেকে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড দু’হাত উঁচিয়ে বিস্ময় প্রকাশ করেন। কিন্তু ততোক্ষণে আর কিছুই করার ছিল না, আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত মেনেই মাঠ ছাড়েন নিশানকা। এই ম্যাচে লংকানদের ৮ উইকেটে হারায় আফগানরা।