হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানি ক্রিকেট লিজেন্ট ইনজামামুল হক। টুইট করে এ খবর জানিয়েছেন তার সাবেক সতীর্থ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। ইনজামামকে বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছেন রামিজ। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ইনজামাম। বেশ কয়েক দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। সোমবার তার শারীরিক পরীক্ষা করা হলে হৃদরোগের কথা জানা যায়। দেরি না করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করেন। রামিজ টুইট করে লেখেন, ভাল থেকো ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও আর সেরে ওঠো বন্ধু।