
অনলাইন ডেস্ক :
ফের বাড়তে শুরু করেছে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর পানি। বন্যার পর পুনরায় পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের মানুষ। উপজেলার ৭ ইউনিয়নের ৭৭ টি গ্রামের মানুষ এখন আতঙ্কে দিনপার করছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার পরশুরাম জানান, গত ১ আগস্ট থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনো পানি বিপদসীমার নীচেই রয়েছে। গত সোমবার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.১৫ মিটার, মঙ্গলবার পানির উচ্চতা ছিল ১৫.২৯ মিটার, বুধবার পানির উচ্চতা ছিল ১৫.৬৯ মিটার এবং বৃহস্পতিবার যমুনা নদীর পানির উচ্চতা ১৫.৯৫ মিটারে অবস্থান করছে যা বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নীচে। এর আগে, গত ২১ জুন যমুনার পানি বিপদসীমার ৬৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এতে উপজেলার ৭৭টি গ্রামের ৫৬ হাজার ৭২০ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়।