
অনলাইন ডেস্ক :
সোমবার ০১ নভেম্বর ২০২১ এ বিকাল ৪টায় কিশোরগঞ্জের বাজিতপুর থানা কর্তৃক ০৫ নং বিটে দিলালপুর রহিমের বালুর মাঠে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত বিট সমাবেশের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), কিশোরগঞ্জ, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ রেজওয়ান দীপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভৈরব সার্কেল (অতিঃ দায়িত্ব, বাজিতপুর সার্কেল)।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাজিতপুর থানা এবং সঞ্চালনায় ছিলেন বাজিতপুর থানার সেকেন্ড অফিসার ও ৫ নং বিট অফিসার এস আই মোঃ হাফিজুর রহমান।
এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম কিবরিয়া নোভেল, চেয়ারম্যান দিলালপুর ইউপি, জনাব মোঃ ইসলাম উদ্দীন, সভাপতি- দিলালপুর ইউপি আওয়ামীলীগ। এছাড়া দিলালপুর ইউপির সকল শ্রেণির পেশাজীবি জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে সম্প্রসারিত বিট পুলিশিং সম্পর্কে ধারণা প্রদান, পুলিশ জনতা পরস্পর সহায়তার সম্পর্কের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা পালন, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।