অর্থনীতি ডেস্ক :
বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে আড়াই বছর পর বাংলাদেশ ব্যাংক বিলের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ ও ১৪ দিন মেয়াদি বিলের প্রথম নিলামে কয়েকটি ব্যাংক প্রায় ৬ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার আবেদন করে। এর বিপরীতে বার্ষিক এক শতাংশের কম সুদে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্নিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম নিলামে ৭দিন মেয়াদি বিলের মাধ্যমে বার্ষিক মাত্র শূন্য দশমিক ৫৪ শতাংশ তথা ৫৪ পয়সা সুদে তোলা হয়েছে এক হাজার ৫০৫ কোটি টাকা। আর ১৪ দিন মেয়াদি বিলে ১১শ’ কোটি টাকা তোলা হয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ তথা ৭৫ পয়সা সুদে। বুধবার ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হওয়ার কথা রয়েছে। অধিকাংশ ব্যাংকে প্রচুর অলস টাকা পড়ে থাকায় এতো কম সুদের পরও ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানা গেছে।