অনলাইন ডেস্ক :
দুই বছরের প্রেম। সেই প্রেমই রূপান্তর হতে যাচ্ছে পরিণয়ে। বলছিলাম বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের কথা। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন তিনি।
কোনো লুকোচুরি না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হয়েছে।
২০২০ সালে সম্পর্কে জড়ান ইরা ও শিখারে। তখন প্রায় সামাজিক যোগাযোগমাধ্যম তারা ছবি শেয়ার করতেন। ইরা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে। সূত্র: ইন্ডিয়া টুডে