বাংলাদেশের স্বস্তির মুহূর্তে বেরসিক বৃষ্টির হানা

বাংলাদেশের স্বস্তির মুহূর্তে বেরসিক বৃষ্টির হানা

অনলাইন ডেস্ক :

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রোটিয়া অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে খানিকটা স্বস্তি ফিরেছিল বাংলাদেশ শিবিরে। ঠিক তখনই কিনা হানা দিল বেরসিক বৃষ্টি!

মুষলধারে বৃষ্টি হচ্ছে পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেস পার্কে। আর তাই আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনের খেলা।

সকাল থেকেই পোর্ট এলিজাবেথের আকাশে মেঘের ঘনঘটা। আর সে কারণেই হয়তো-বা টস জিতে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছে স্বাগতিকরা। উদ্দেশ্য পরিষ্কার, যতটা পারা যায় স্কোরবোর্ডে রান তুলে রাখা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৩৯ ওভারের খেলা হয়েছে। যেখানে দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৫৬ রান।

সবশেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে গেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় টেস্টে একাদশে সুযোগ পাওয়া তাইজুল ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ৮৯ বলে ৭০ রান করে সাজঘরে ফিরে গেছেন এলগার।

প্রতিশোধের ম্যাচে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এক প্রান্তে পেসার এবং আরেক প্রান্তে স্পিনার অ্যাটাকে এনেও স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে কাঁপন ধরাতে পারেনি সফরকারীরা।

এর আগে ইনিংসের ১২তম ওভারে দলীয় ৫২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে স্বাগতিকদের। ৪ রানে জীবন পাওয়া সারিল এরউইকে ২৪ রানের মাথায় ফেরালেন সেই খালেদ আহমেদই। লিটন দাসের হাতে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৪০ বলে ২৪ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

ইনিংস শুরুর মাত্র তৃতীয় ওভারে খালেদ আহমেদের করা ওভারটির তৃতীয় বলে পুরোপুরি পরাস্ত হন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটার সারিল এরউই। জোরালো আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। সুযোগ ছিল রিভিউ নেওয়ার। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ মিস করেন মুমিনুল। রিভিউ বাঁচাতে গিয়ে নিশ্চিত সুযোগ হারালেন। পরে রিপ্লেতে দেখা যায়, মুমিনুল রিভিউ নিলে আউট হয়ে এতক্ষণে সাজঘরে ফিরতে হতো উদ্বোধনী এ ব্যাটারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *