
অনলাইন ডেস্ক :
এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ‘ফ্যাশনেবল গার্লের’ নাম বাঁধন। একের পর এক চোখে তাক লাগানো পোশাকে দেশের সাধারণ মানুষ আর ফ্যাশনিস্তাদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে তার পরিহিত দুটি পোশাক নিয়ে এই আলাপের সূত্রপাত। দুটিই পছন্দ করেছেন অনুরাগীরা।
সম্প্রতি যে ডিপ ব্লু হাই স্লিট গাউনসদৃশ পোশাকটি পরেছেন, সেটি দুবাইভিত্তিক বাংলাদেশি ডিজাইনার আসমা সুলতানার বানানো। হাত আর গলায় পালক বসানো এই পোশাক আসমার ব্র্যান্ড জোয়ানঅ্যাশ থেকে নেওয়া। বাঁধন কানের লালগালিচায় একের পর এক বাংলাদেশের নারী ডিজাইনারদের পোশাক পরে হাজির হচ্ছেন। সেই ধারাবাহিকতায় নাম এল আসমা সুলতানার। ডিজাইনার আসমা বলিউড তারকাদের মধ্যেও এক পরিচিত নাম।