অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (৩০ মার্চ) বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। যদিও এই ম্যাচে দলে ছিলেন না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়রও। তাদেরকে ছাড়াই বলিভিয়াকে গোলবন্যায় ভাসাতে ঘাম ঝরাতে হয়নি ব্রাজিলের। এই জয়ে ১৭ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল লাতিন অঞ্চলের আগের সর্বোচ্চ। যা এবার ভেঙে দিল ব্রাজিল। গোটা ম্যাচ জুড়েই আধিপত্য ছিল হলুদ জার্সিধারীদের। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিওনার্দো তিতের শিষ্যরা। ২৪ মিনিটে ব্রুনো গিমারেসের দারুণ পাস ধরে প্লেসিং শটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় রিচার্লিসন। অ্যান্থনির অসাধারণ পাসে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ৬৬ মিনিটে তৃতীয় করেন গিমারেস। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের চতুর্থ গোল এনে দেন রিচার্লিসন। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের আরেকটি ম্যাচ আছে আর্জেন্টিনার বিপক্ষে। তবে এই ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি।