অনলাইন ডেস্ক :
বরিশাল বিভাগের ৮টি নদীর পানি ১০টি স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বরিশাল পানি উন্নয়ন বোর্ডের মিটার গেজ রিডিংয়ে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত রিপোর্টে বৃহস্পতিবার বিকল সাড়ে ৪টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিামিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৪টায় ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি ২০ সেন্টিমিটার ওপর দিয়ে, বিকাল সাড়ে ৩টায় ভোলার দৌলতখান পয়েন্টে মেঘনা ও সুরমা নদীর পানি ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে, বিকাল সোয়া ৪টায় ঝালকাঠীর বিষখালী নদীর পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে, দুপুর ১২টায় পটুয়াখালীর মীর্জাগঞ্জ পয়েন্টে বলেশ্বর ও পায়রা নদীর পানি ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনা পয়েন্টে বিষখালী নদীর পানি বেলা ১১টা ৫০ মিনিটে ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা পয়েন্টে বেলা ১১টা ১০ মিনিটে বিষখালী নদীর পানি ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে, পিরোজপুর পয়েন্টে বলেশ্বর নদীর পানি দুপুর ১টা ৫ মিনিটে সেন্টিমিটার ওপর দিয়ে এবং উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি দুপুর ১২টা ২০ মিনিটে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।