অনলাইন ডেস্ক :
এযাবৎকালে গাড়ির ড্যাশবোর্ডের মাধ্যমে ফোনের অ্যাক্সেস নেওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় সেবা। এ অ্যাপের মাধ্যমে ফোন ব্যবহার ছাড়াই সহজেই গুগল ম্যাপস, মিউজিক অ্যাপস ও ডেটা ব্যবহার করা যায়। তবে বন্ধ হচ্ছে বহুল ব্যবহৃত এ অ্যাপটি। বিগত কয়েক বছর ধরে সরাসরি ফোন থেকেই অ্যান্ড্রয়েড অটো-এর অভিজ্ঞতা দিচ্ছে গুগল। বিশেষ করে যাদের যথাযথ ড্যাশবোর্ড ইউনিট নেই, তাই সহজেই ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অটোর সেবা নিতে পারছেন। সম্প্রতি গুগল ‘অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড’ নিয়ে কাজ করছিল। দেরিতে হলেও চলতি বছরের প্রথমদিকে এ মোড উন্মোচন করা হয়। এখন গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের কাজ শেষ করে গুগল। আর তাই বাড়তি অ্যাপের ঝামেলা না দিতে অ্যাপটি বন্ধ করছে গুগল। আপাতভাবে অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনে এ অ্যাপটি ব্যবহার করা যাবে না। ব্যবহারকারী অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের মাধ্যমেই অ্যাপটির সব সেবা পাবেন।