অনলাইন ডেস্ক :
বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় ২৩২টি নমুনায় নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। যা গতকাল ছিল ৯ দশমিক ০১ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।