অনলাইন ডেস্ক :
অমর ২১ই বইমেলা ২০২৩ ইতিমধ্যে জমে উঠেছে। ছুটির দিন ও সপ্তাহের অন্যান্য দিনে বই প্রেমিরা ভির জমাচ্ছে বইমেলাতে। আর ভির করবেই বা না কেন। সকল প্রিয় নবিন ও প্রবিন লেখকদের বই ও তাদের দেখা যে পাওয়া যাচ্ছে একই প্রাঙ্গনে। এবারের বইমেলাতে এসেছে জনাব র.আমিন এর নতুন বই “কবিতাদেবী”।
আমরা এবারের বই মেলা সম্পর্কে জনাব র. আমিন এর কাছে জানতে চাইলে, তিনি আমাদের বলেন : “গতকাল বইমেলায় এক আনন্দঘন সন্ধ্যা কাটল আমার। অনন্য প্রকাশন আমার লেখা রোমান্টিক উপন্যাস ‘কবিতাদেবী’ প্রকাশিত করলো, পরিবেশনায় নব সাহিত্য প্রকাশনী। উপন্যাসটি ৩০, ৩১ নাম্বার ষ্টলে পাওয়া যাচ্ছে।“
nice