প্রযুক্তি ডেস্ক :
২০২২ সালে পিক্সেল স্মার্টফোনের ফোল্ডেবল সংস্করণ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে গুগলের। মার্কিন এই টেক জায়ান্ট ফোল্ডেবল পিক্সেল নিয়ে মুখ না খুললেও প্রযুক্তি পণ্যের বাজারে খবর রটেছে, ফোনটিতে তুলনামূলক ‘দুর্বল’ ক্যামেরা সেন্সর দেবে গুগল। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ফোল্ডেবল মূল ক্যামেরার সক্ষমতা পিক্সেল ৬ লাইনআপের মতো শক্তিশালী না হওয়ার পেছনের মূল কারণ ফোনের আকার। ডিভাইসটিতে থাকবে ১২.২ মেগাপিক্সেল সেন্সর যা পিক্সেল ৩ ও ৫– এর মাঝের ডিভাইসগুলোতে ব্যবহার করেছিল গুগল। অন্যদিকে নতুন পিক্সেল লাইনআপে ব্যবহৃত হচ্ছে ৫০ মেগাপিক্সেলের জিএন১ ক্যামেরা। সাধারণ আকারের ফোনগুলোতে ক্যামেরা সেন্সরের জন্য যথেষ্ট জায়গা থাকে। কিন্তু ফোল্ডেবল ক্ষেত্রে আকারের কথাটি মাথায় রাখতে হয়। ভাঁজ করা অবস্থাতে এমনিতেই দ্বিগুণ পুরু হয়ে যায় ফোনটি। তাই ফোল্ডেবল ফোনের নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যামেরা প্রোফাইল বেছে নেওয়াই গুগলের জন্য যৌক্তিক।