ফের বাড়লো গুঁড়া দুধের দাম

ফের বাড়লো গুঁড়া দুধের দাম

অনলাইন ডেস্ক :

গত কয়েকমাস ধরেই দেশের বাজারে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। খাবার থেকে শুরু করে প্রসাধনী প্রায় সব জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দাম বাড়ার এ তালিকায় নতুন করে যোগ হয়েছে গুঁড়া দুধ।

চলতি মাসে ফের বেড়েছে গুড়া দুধের দাম। এর আগে, মার্চ, জুন ও আগস্টে তিন দফা বেড়েছিল দাম। এবারের দাম বাড়িয়েছে ছোট বড় প্রায় সকল প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠান ভেদে প্রতি কেজি দুধের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, এক বছরে গুঁড়া দুধের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। টিসিবির এই হিসাবে গুঁড়া দুধের নতুন বাড়তি দাম আসেনি। সেটি যুক্ত হলে বছরের মূল্যবৃদ্ধির হার আরও বেশি দাঁড়াবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ডানো ৮৫০ টাকা, ডিপ্লোমা ৮৪০ টাকা, ফ্রেশ ৭১০ টাকা ও মার্কস ৭৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানিদের দাবি, ইতোমধ্যেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠান মূল্য বাড়িয়ে গুড়া দুধ বাজারে এনেছে। এই কারণে দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *