ফের উত্তপ্ত মিয়ানমার, ১৫ মাসে ১৬০০ সৈন্য নিহত

ফের উত্তপ্ত মিয়ানমার, ১৫ মাসে ১৬০০ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক :

উত্তর রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত মংডুতে বিমান হামলা শুরু করেছে মিয়ানমারের সামরিক বাহিনী।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) ইরাবতী পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মি (এএ) মংডুর একটি পুলিশ ফাঁড়ি দখল করে সেখানে থাকা পুলিশ কর্মকর্তাদের হত্যা করে। আর এর জবাব দিতেই নতুন করে হামলা শুরু করেছে মিয়ানমার জান্তা সরকারের বাহিনী। এদিকে মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ, চিন, রাখাইন প্রদেশ ও স্যাগাইং অঞ্চলে গত ১৫ মাসে প্রতিরোধ যোদ্ধাদের সাথে তুমুল সংঘর্ষে দেশটির সামরিক বাহিনীর অন্তত এক হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছেন। একই সময়ে দেড়শর বেশি প্রতিরোধ যোদ্ধাও নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের নথিপত্র সংগ্রহকারী প্রোগ্রেসিভ কারেন্নি পিপলস ফোর্স (পিকেপিএফ) বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, গত ৩১ আগস্ট পর্যন্ত কায়াহতে ১ হাজার ৪৯৯ জন জান্তা সৈন্য এবং ১৫১ জন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে ওই প্রদেশে অন্তত ৪৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *