ফুসফুস প্রতিস্থাপন করে ইতিহাস গড়ল এই হাসপাতাল

ফুসফুস প্রতিস্থাপন করে ইতিহাস গড়ল এই হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক :

একজনের ফুসফুস বসবে আরেকজনের শরীরে- এই অসাধ্যকে সাধন করেছে কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। পশ্চিমবঙ্গের চিকিৎসাজগতে এ ঘটনাটিকে নয়া ইতিহাস বলেই মনে করা হচ্ছে। ঘটনার শুরু সোমবার। কলকাতার এই হাসপাতালে ১০৩ দিন ধরে ভর্তি ছিলেন ৪৬ বছর বয়সী এক রোগী। তার ফুসফুস একেবারেই কাজ করছিল না। আগের দু’মাস ধরে তাকে একমো সাপোর্ট দিয়ে রেখেছিলেন চিকিৎসকরা। তবে শেষের দিকে এসে সেটিও আর কাজ করছিল না। এরইমধ্যে ওই রোগীর স্বজনদের কাছে খবর আসে গুজরাটের সুরাটে এক রোগীকে ব্রেনডেড ঘোষণা করা হয়েছে। আর মৃত্যুর এই খবরেই নতুন করে প্রাণ পান এই রোগীর স্বজনরা। এরপর দুই রোগীর স্বজনদের যোগাযোগ হয়, কথা হয় দুই হাসপাতালের চিকিৎসকদের। সবকিছুর সমন্বয় করে সোমবার সুরাট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় নিয়ে আসা হয় ফুসফুসটি। ওইদিন রাতে দমদম বিমানবন্দরে ফুসফুসটি পৌঁছানোর পর গ্রিন করিডোর করে তা নিয়ে আসা হয় হাসপাতাল পর্যন্ত। ওই রাতেই অস্ত্রোপচার করে ফুসফুস প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *