অনলাইন ডেস্ক :
ফলের বাজারেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। গত ৩ দিনে বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সব ধরনের ফলের দাম ৩০-১০০ টাকা বেড়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে রাজধানীর কারওয়ানসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আপেল ও কমলার কেজি বিক্রি হচ্ছে ২৬০-৩০০ টাকায়। আঙুরের দাম কেজিতে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০-৪৬০ টাকা দরে। আনারের কেজি কিনতে খরচ হবে ৩৫০-৪৫০ টাকা। আমের কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা। একইভাবে দাম বেড়েছে মাল্টা, আনারসসহ অন্যান্য ফলেরও। ব্যবসায়ীরা জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বেড়েছে। ব্যবসায়ীরা পরিবহনের জন্য বাড়তি যে টাকা ব্যয় করছেন, তা গিয়ে যোগ হচ্ছে পণ্যের দামে। এতে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাচ্ছে।