বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী নিলয় আলমগীর ও সালহা খানম নাদিয়া। এক সঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ‘ক্যাচাল জামাই’ নামের রোমান্টিক-কমেডি ঘরানার নাটকে অভিনয় করলেন। পুরান ঢাকার ভাষায় নির্মিত হয়েছে নাটকটি। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। এ ছাড়া অভিনয় করেছেন, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন, হানিফ পালোয়ান, হোসাইন সাইদি ও ওয়াসিম এমদাদসহ আরো অনেকে। নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। মাজহারুল ইসলাম প্রযোজিত ‘ক্যাচাল জামাই’ নাটকটি আজ লেজার ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।