আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। আফগানিস্তানে অস্থিরতার মধ্যে আটকে পড়াদের আনতে রাজধানী কাবুলে আবারও বিমান যোগাযোগ শুরু করেছে পাকিস্তান। শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। টুইট বার্তায় ফাওয়াদ চৌধুরী বলেন, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানগুলোকে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাঠানো হবে। সেখানে অবস্থানরত ৩৫০ যাত্রীকে নিয়ে আসা হবে। তিনি আরো বলেছেন, সীমান্ত দিয়ে পকিস্তানি ও বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার বিষয়ে সাহায্য করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও কার্যযকর পদক্ষেপ নিচ্ছেন।