পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক

পাপুলের স্ত্রী-কন্যার ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক

কুয়েতে দণ্ডিত সাবেক এমপি মোহাম্মদ ইসলাম পাপুলের স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুদক সম্প্রতি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলামের একক বা যৌথ নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাবে লেনদেন, কেওয়াসির তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

পাপুল বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি লক্ষ্মীপুর-২ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি এমপি পদ হারান।

২০১৮ সালের নির্বাচনে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসন (৪৯) থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

কুয়েতে গ্রেফতারের পর পাপুলের সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম, কন্যা ওয়াফা ইসলামসহ আত্মীয় স্বজনের নামে সম্পদের তদন্ত শুরু করেছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *