ক্রিকেট ডেস্ক :
মিরপুরের উইকেট নিয়ে বিশ্লেষকদের মধ্যে সমালোচনা এবং সমর্থকদের মধ্যে হাসিঠাট্টা এবং ক্ষোভ দেখা গেছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের শোচনীয় ব্যর্থতার পরে। বাংলাদেশের ধীরগতির উইকেটে টানা দুই সিরিজ জয়ের পর বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতা সমালোচনা আরো বাড়িয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্সের প্রধান আকরাম খান মনে করেন, শুধু উইকেটের জন্য এমন ব্যর্থতা আসেনি। টেকনিক্যালভাবে এবং স্কিল অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশে। তিনি বলেন, দক্ষতা ও ম্যাচ পরিস্থিতির সাথে সমন্বয় করে খেলাটা বাংলাদেশ খেলতে পারেনি। মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে যে ধরনের উইকেটেই খেলা হোক বাংলাদেশ পাকিস্তানের সাথে পিচ দিয়ে কোনও সুবিধা পাবে না বলেই মনে করেন ক্রীড়া বিশ্লেষক ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের দরকার ভালো খেলায় মনোযোগ দেয়া। পাকিস্তানের সাথে কোনও উইকেটে সুবিধা নেয়ার সুযোগ নাই। ওদের ব্যাটিংটা ভালো। এই পরিবেশে কীভাবে ব্যাট করতে পারে বল করতে পারে তারা জানেন। যেকোনও পরিবেশেই পাকিস্তান ভালো বল করতে পারে, এটা প্রমাণিত। সূত্র: বিবিসি বাংলা