অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তানে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ২ মেজরসহ ৬ সেনা নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানায়।
বিবৃতিতে আইএসপিআর জানায়, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ৬ জনের মধ্যেই ২ জন পাইলটও ছিলেন। নিহত দুই মেজর হলেন- মেজর খুররম শাহজাদ (৩৯) ও মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)। এছাড়া নিহত ৪ জন হলেন- সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), সিপাহী মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০), ও সিপাহী শোয়েব (৩৫)।
News jantam na aikhan thake jene nilam