অনলাইন ডেস্ক :
বৈশাখের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ঢাকায় সারাদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সূর্যের তেজ থাকবে আজকের মতোই উত্তপ্ত। তবে গত কয়েকবছরের আবহাওয়া বিশ্লেষণে বলা হচ্ছে, বৈশাখের প্রথমদিন সন্ধ্যার দিকে সাধারণত এক পশলা বৃষ্টি হতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এই মৌসুমে হঠাৎ করেই বৃষ্টি হয়, কালবৈশাখী শুরু হয়। আর বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে ভ্যাপসা গরম। আর বৈশাখের প্রথম দিন সাধারণত সন্ধ্যা নাগাদ এক পশলা বৃষ্টি হয়। তিনি জানান, ঢাকা বিভাগসহ কিছু কিছু বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় দিনের বেলা বৃষ্টির এখন পর্যন্ত কোনও পূর্বাভাস নেই।