
অনলাইন ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. জনি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ আগস্ট) র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার কাজলারপাড় মক্কি মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কম্পিউটারে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে জনিকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি কম্পিউটার, কার্ড রাইডার, মেমোরি কার্ড, ক্যাবল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি জানিয়েছেন, তিনি পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে তিনি কম্পিউটার ব্যবসার আড়ালে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।