অনলাইন ডেস্ক :
পদ্মা সেতুর আদলে হবে চট্টগ্রামের কালুরঘাট সেতু
স্বপ্নের পদ্মা সেতুর আদলে তৈরি করা হবে দক্ষিণ চট্টগ্রামের বহুল প্রত্যাশিত শতবর্ষী কালুরঘাট সেতু। ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সেতুটি চলতি বছরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হতে পারে সড়ক কাম রেল সেতুটি। বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় সিআরবির সম্মেলন কক্ষে সেতুর প্রাথমিক সমীক্ষা শেষে সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে দাতা সংস্থা কোরিয়ান এক্সিম ব্যাংক। বৈঠক শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কালুরঘাট সেতু নিয়ে কোরিয়ান এক্সিম ব্যাংক ফিজিবিলিটি স্টাডি করছে। আমাদের জানানো হয়েছে, ব্রিজের উপরের ডেকে থাকবে সড়ক, নিচের ডেকে থাকবে রেললাইন। উভয়ই ডাবল লাইন হবে। রেল ডাবল লাইন হবে, সড়কও ডাবল লাইন। পদ্মা সেতুর আদলে আগামী বছরের শুরুতে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এর ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩৪১ কোটি টাকা। সেতুটির ৭৮০ মিটারের উপরে চলবে গাড়ি আর নিচে ট্রেন। দুটিই হবে ডাবল লাইনের। ফলে ট্রেন-গাড়ি একই সময়ে যেতেও পারবে, আসতেও পারবে।