
অনলাইন ডেস্ক :
পদ্মার পানি বাড়ায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।
এতে করে দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া প্রান্তের আরও দুটি ঘাট। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদ্মার তীব্র স্রোতে এ ভাঙন শুরু হয় বলে জানায় স্থানীয়রা। বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাট রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।