
অনলাইন ডেস্ক :
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনের দিনে যাকে ইচ্ছা ভালোবাসা আর পছন্দের পোশাক পরার স্বাধীনতা চেয়ে বিবৃতি দিয়েছেন কোলকাতার চিত্রনায়িকা ও এমপি মিমি চক্রবর্তী।
সোমবার (১৫ আগস্ট) ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় মিমি বলেছেন, ‘আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার, পছন্দের পোশাক পরার স্বাধীনতাও যেন পাই।’ তার কথায়, ‘যা কিছু আমাদের বৈচিত্র্যের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলো থেকেও যেন আমরা স্বাধীনতা পাই।’