অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত, একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন ও হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামিম (৩৫)।
এ বিষয়ে হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে এসে সাহেবের চর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নৌ-পুলিশের হেফাজতে মরদেহ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।