অনলাইন ডেস্ক :
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’ এর মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে।সিনেমাটি আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এর ২ দিন পূর্বে লন্ডনে ‘নো টাইম টু ডাই’র প্রিমিয়ার দেখানো হবে। টুইটারে ০০৭ বন্ড অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মুক্তির দিনক্ষণ ঘোষিত হয়।
একই সঙ্গে, ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তির এক সপ্তাহ পর ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানানো হয়। এর আগে, বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’র ট্রেলার উপমহাদেশের ১০টি ভাষায় প্রকাশ করে চমকে দিয়েছে সিনেমাটির নির্মাতারা।
এর মধ্যে রয়েছে বাংলাও। ‘০০৭’ হিসেবে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ সিনেমা হতে যাচ্ছে ‘নো টাইম টু ডাই’। তাই বড় পর্দায় জেমস বন্ডের ভূমিকায় ক্রেগকে দেখার জন্য আগ্রহ ভরে অপেক্ষায় আছে সারা বিশ্বের অগণিত ভক্ত। হলিউড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স ২৫তম জেমস বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ এর পরিচালনা করেছেন ক্যারি ফুকুনাগা।