অনলাইন ডেস্ক :
নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) কে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী অনলাইনের পরীক্ষার নোট নেওয়ার জন্য শুক্রবার দুপুর ৩টার দিকে পাশের বাড়ির বান্ধবীর কাছে যাওয়ার পথে আব্দুর রহমান (২৮) তাকে রাস্তায় মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
আছরের আজানের পর আব্দুর রহমান একই গ্রামের তার বন্ধু ইব্রাহিমকে (২২)কে ফোন করে। তখন ওই বাড়িতে আব্দুর রহমান তাকে আবার ধর্ষণ করে আর ইব্রাহিম সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে।
এরপর আবার ইব্রাহিম সেই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আর আব্দুর রহমান সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে বলে জানা যায়। এই ধর্ষণের অভিযোগে পুলিশ তাৎক্ষনিক তাদেরকে গ্রেফতার করে থাবায় নিয়ে যায় বলে জানা গেছে।