অনলাইন ডেস্ক
পাল্লেকেলেতে সোমবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৩১ রানের টার্গেট দিলে বৃষ্টি আইনে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। এই ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে গেল ভারত। একই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।
২৩১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরেই বৃষ্টির বাধার মুখে পড়ে ভারত। ২.১ ওভারে ১৭ রান করে মাঠ ছাড়তে হয় রোহিতদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এরপর ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫। দারুণ দক্ষতায় দুই ওপেনারই করে ফেলেন সেটা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।
৫৯ বলে ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। আর শুভমান গিলের ব্যাট থেকে এসেছেন ৬৭ রান। বোলিংয়ে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সিরাজ এবং রবীন্দ্র জাদেজা।