অনলাইন ডেস্ক :
নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়ায় এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক সাইমন সাদিককে জেলার সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জ। সংগঠনের সভাপতি হারুন আল রশীদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম সভাপতি কোহিনূর আফজাল, ছড়াকার, প্রাবন্ধিক, ইতিহাস-মুক্তিযুদ্ধ ও লোকসংস্কৃতির গবেষক জাহাঙ্গীর আলম জাহান এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। সংবর্ধিত অতিথির বক্তৃতায় চিত্রনায়ক সাইমন সাদিক নিজের শহরে তাকে সংবর্ধনা দেয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা পর্ব শেষে সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য এবং গীতি নৃত্যনাট্য রূপবান পরিবেশিত হয়।