বিনোদন ডেস্ক :
মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণি বর্তমান পরিস্থিতির জন্য নিজের ‘অপরিপক্বতাকে দুষছেন’ বলে সমকালকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শৈশবে মা-বাবাকে হারানোর পর গ্রামের কিশোরী শামসুন নাহার স্মৃতি থেকে রূপালী পর্দায় ‘পরীমণি’ হয়ে উঠা এই চিত্রনায়িকা পদস্খলনের জন্য দায়ী করেছেন তার পারিপার্শ্বিকতাকে। বনানী থানায় পরীকে জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটকের পর জিজ্ঞাসাবাদে পরীমণি স্বাভাবিকই ছিলেন। তিনি অকপটে স্বীকার করেন, বর্তমান পরিণতির জন্য তার অপরিক্বতা দায়ী। তিনি বলছেন, তাকে যারা পরিচালনা করতেন, তারা কোনো বিষয়ে সতর্ক করেননি। নিজের সীমানাও অনেক সময় ভুলে গেছেন তিনি। যাচাই-বাছাই ছাড়া যার তার সঙ্গে সম্পর্ক রাখাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না বলে মনে করছেন তিনি।’ জিজ্ঞাসাবাদে পরীমণি অভিভাবক শূন্যতার কথাও উল্লেখ করেন।