নিখোঁজ এক ব্যক্তিকে তন্ন তন্ন করে খুঁজছিলেন উদ্ধারকারী দল। হঠাৎ খোঁজ মিলল ‘নিখোঁজ’ ব্যক্তির। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়ে নিজেকেই খুঁজছিলেন তিনি! শুক্রবার তুরস্কের বুরশা প্রদেশে এই ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন বেইহান মুতলু (৫০) নামে এক ব্যক্তি। সে সময় তিনি মদ্যপ ছিলেন। দীর্ঘ সময় পার হওয়ার পরও ওই ব্যক্তির কোনো খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ও বন্ধুরা স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। তার খোঁজে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। জঙ্গলে উদ্ধারকারী দলের সঙ্গে দেখা হয় বেইহানের। তিনিও উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেন। উদ্ধারকারী দল যখন অনেক খোঁজাখুঁজির পর বেইহানের নাম ধরে ডাকতে থাকেন, তখন তিনি সাড়া দিয়ে বলেন, এইতো আমি এখানে। উদ্ধারকারী দলের সদস্যরা বিবৃতি নেওয়ার জন্য তাকে সরিয়ে নিয়ে যান। পরে পুলিশ তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়। অবশ্য এজন্য তাকে জরিমানা করা হয়েছে কী না তা নিশ্চিত করা যায়নি।