অনলাইন ডেস্ক :
তুলনামূলক দাম কম থাকায় নিম্ন আয়ের মানুষেরা সাধারণত তেলাপিয়া, পাঙ্গাস, চাষের কই মাছ এই জাতীয় মাছই বেশি কিনেন। কিন্তু এসব মাছও এখন তাদের সাধ্যের বাইরে চলে গেছে। এখন কেজিতে এসব মাছের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। রোববার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার বাজারে ঘুরে দেখা গেছে, বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। এছাড়া তুলনামূলক বড় ও তাজা পাঙ্গাস ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাঝারি সাইজের তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। চাষের কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। মাছ ব্যবসায়ীরা বলেন, পরিবহন ভাড়া বাড়ার কারণে মাছের দাম বেড়েছে। তাছাড়া সব জিনিসপত্রের দাম বেশি। মাছের দাম না বাড়ালে তাদের ব্যবসা টিকবে না।