খেলাধুলা ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নরিচ সিটিকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচেই গোল পান ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। বাকি চারটি গোলের মধ্যে তিনটি গোল করেন যথাক্রমে এমেরিক লাপোর্তে, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ। বাকি আত্মঘাতী গোলটি করেন নরিচ গোলরক্ষক টিম কুর্ল। ২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে ম্যানসিটির পয়েন্ট ৩। অন্যদিকে সমান ম্যাচ খেলে সবগুলোতেই হেরে ০ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নরিচ সিটি।