
অনলাইন ডেস্ক :
লম্বা ছুটি কাটিয়ে এশিয়া কাপে আগামী রোববার (২৮ আগস্ট) পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিক খেলতে চলেছেন বিরাট কোহলি।
ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন নেট অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এশিয়া কাপ দিয়ে রানে ফিরতে প্রস্তুতি হিসেবে অবশ্য শুধু অনুশীলন নয়, আরও একটি বিষয়ে মনোযোগ দিচ্ছেন কোহলি, সেটি হচ্ছে তার ব্যাট। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এশিয়া কাপে নতুন ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে। এবারের আসরে বিশেষ গোল্ড উইজার্ড কোয়ালিটির ব্যাট ব্যবহার করবেন ভারতের সাবেক অধিনায়ক। ব্যাটের পৃষ্ঠপোষক অবশ্য একই থাকছে। ব্যাটটি তৈরি করা হয়েছে মূল্যবান ইংলিশ উইলো উড দিয়ে। একেকটি ব্যাটের দাম পড়ছে ২২ হাজার টাকা।