ধলেশ্বরী নদীতে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

ধলেশ্বরী নদীতে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

অনলাইন ডেস্ক :

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোষ্টগার্ড। এ সময় ২ জনকে আটক করে তারা। শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে দু’টি ইঞ্জিন চালিত ট্রলার থেকে সমুদয় ডিজেল জব্দসহ ২ জনকে আটক করে নারায়নগঞ্জের পাগলা কোষ্টগার্ড সদস্যরা। আটককৃতরা হচ্ছে, মো. জলিল সরদার (৪২) ও মো. তারেক রহমান (১৯)। এদের বাড়ি পটুয়াখালীর মহিপুর ও লক্ষীপুরের কমলনগর উপজেলায়। কোষ্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন ধলেশ্বরী নদীতে পাগলা কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় দু’টি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাসি চালালে সমুদয় চোরাই ডিজেল জব্দ করতে সক্ষম হন। এ ঘটনায় ২ জনকে আটক করে। তিনি আরও জানান, জব্দকৃত ডিজেলের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। পরে জব্দকৃত ডিজেল ও আটককৃতদের সদর থানায় পুলিশের হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *