অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ইতিহাসে নিজেদের নামে লিখে নিল বাংলাদেশ। তাসকিন আহমেদের দারুণ বোলিং আর তামিম ইকবালের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় পেল টাইগাররা। বুধবার (২৩ মার্চ) শেষ ওয়ানডে ম্যাচে ঐতিহাসিক সেঞ্চুরিয়ানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে টাইগারদের দুর্দান্ত বলিংয়ে ১৫৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ১৫৫ রানের জবাবে নেমে তামিমের দারুণ ব্যাটিংয়ে জয় লাভ করেন বাংলাদেশ। ২৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় টাইগাররা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেলো টাইগাররা।